প্রথম অংশগ্রহণে হলো না কানাডার ইতিহাস গড়া। মেজর কোনো টুর্নামেন্টের নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সাফল্যের খুব কাছে ছিল মধ্য আমেরিকার দেশটি। তবে যোগ করা সময়ে লুইস সুয়ারেজের গোলে সমতায় ফেরা, এরপর টাইব্রেকে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয় হয়েছে উরুগুয়ে।
বাংলাদেশ সময় রোববার (১৪ জুলাই) সকালে কানাডা-উরুগুয়ের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলের জয়ে মহাদেশীয় টুর্নামেন্টের তৃতীয় হয় উরুগুয়ে।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয় সুয়ারেজ-নুনেজদের। সেই স্টেডিয়ামে শুরুটা ভালো করে উরুগুয়ে। ম্যাচের ৮ মিনিটে রদ্রিগো বেনতাঙ্কুরের গোলে ১-০ তে এগিয়ে যায় তারা।
তবে ম্যাচের ২২ মিনিটে ইসমাইল কোনের অসাধারণ সেমি বাইসাইকেল কিকে সমতা ফিরিয়ে আনে কানাডা। এরপর ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গোল পায়নি কোনো দল।
ম্যাচের ৮০ মিনিটে জোনাথন ডেভিডের গোল স্বপ্ন দেখায় কানাডাকে। তবে সুয়ারেজের গোলে সেই স্বপ্নভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি কানাডিয়ানদের। ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
টাইব্রেকে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি শট মিস করেন। আর উরুগুয়ের সবাই গোল করলে কানাডার বিপক্ষে জয় পায় ৪-৩ গোলে। এ জয়ে তৃতীয় হয়ে কোপার মিশন শেষ করল মার্সেলো বিয়েলসার দল।