পাকিস্তানকে আরও ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে আরও ৭ বিলিয়ন (৭০০ কোটি ডলার) নতুন ঋণ পাচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে আইএমএফ ও পাকিস্তান সরকার এরই মধ্যে ঐকমত্যে পৌঁছেছে।

আইএমএফের এ ঋণ পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে শাহবাজ শরিফের সরকারকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।

এর আগে ২৩ বার আইমএফ থেকে আর্থিক সহায়তা নিয়েছে পাকিস্তান। এবার ২৪তম ঋণ নিতে যাচ্ছে দেশটি। তবে আশঙ্কার বিষয় হলো, এ ঋণ এমন সময় নেয়া হলো, যখন চলতি বছর দেশটিকে ২৪ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে।

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর শুক্রবার বিষয়টি ঘোষণা করা হয়। তবে ঋণ এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। শিগগিরই আইএমএফের নির্বাহী পরিষদ ঋণের অনুমোদন দেবে বলে জানা গেছে।

আইএমএফ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আইএমএফ ও পাকিস্তানের কর্মকর্তারা ৭ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে ঐক্যমতে পৌছেছেন। এখন এটি আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে ঋণ কবে ছাড় করা হবে বা আইএমএফের নির্বাহী বোর্ডের বৈঠকে কবে ঋণটি অনুমোদিত হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক

Related posts

Leave a Comment