অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নির্বাচনী র্যালিতে গুলি তার কান ভেদ করে বেরিয়ে গেছে। সামান্যর জন্য গুলি তার মাথায় বিদ্ধ হয়নি। যদি তা হতো, তাহলে ভয়ের বিষয় ছিল। শনিবার পেনসিলভ্যানিয়াতে প্রচারণা চালানোর সময় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের এই প্রার্থীর র্যালিতে গুলি করে আততায়ী। এতে একজন দর্শক নিহত হয়েছেন। সন্দেহজনকভাবে একজন হামলাকারীকেও হত্যা করা হয়েছে। পিটার্সবুর্গ থেকে প্রায় ৩০ মাইল উত্তরে বাটলার শহরে এ ঘটনা ঘটে। ট্রাম্প সেখানে মঞ্চে উঠার পর যখন বক্তব্য দেয়া শুরু করেন, তার সামান্য পরেই গুলি ছোড়ে হামলাকারীরা। সময়ের হিসাবে এই হামলা এরকম-
সন্ধ্যা ৬টা ৩ মিনিট (স্থানীয় মানের) : ট্রাম্প মঞ্চে ওঠেন।
বলেন- গড ব্লেস দ্য ইউএসএ। তিনি মঞ্চে উঠে জনতার উদ্দেশে হাত নাড়েন। সেখানে ৬টা ৫ মিনিট পর্যন্ত চলে গড ব্লেস দ্য ইউএস গান।
৬টা ১১ মিনিট: প্রেসিডেন্ট জো বাইডেনের চোখের সামনে অভিবাসীদের সীমান্ত অতিক্রমের বিষয়ে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। এমন সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ভিডিও বোর্ডে তিনি সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত অতিক্রমের ঘটনা বৃদ্ধির গ্রাফিক চিত্র নিয়ে কথা বলছিলেন। তিনি বলেন, এই যে চার্ট দেখছেন এটা কয়েক মাস পুরনো। যদি কিছু দেখে থাকেন, তাহলে তা আসলেই বেদনার। ঠিক এ সময়ই গুলির শব্দ শোনা যায়। ট্রাম্প তার কান ও গলা চেপে ধরেন। লেকটার্নের আড়ালে নিচু হয়ে বসে পড়েন। আরও গুলির শব্দ শোনা যায়। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা ঝড়ো গতিতে মঞ্চে উঠে আসেন। তাদেরকে বলতে শোনা যায়- নিচু হন, নিচু হন। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক, আর্তনাদ শোনা যায়।
৬টা ১২ মিনিট: ট্রাম্পের মাইক্রোফোনে আইন প্রয়োগকারীদের কথা শোনা যায়। তাদের এক কর্মকর্তা বলেন- হোল্ড, হোল্ড।
আরেকজন বলেন- অন ইউ। রেডি,মুভ! গো। কিছুক্ষণ পর কর্মকর্তারা ট্রাম্পকে দাঁড়াতে সহায়তা করেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে নেন। সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে ঘিরে ধরে নামিয়ে নেন। তার কান দিয়ে তখন রক্ত ঝরছিল। মুখে রক্ত।
৬টা ১৪ মিনিট: গুলির কয়েক মিনিটের মধ্যে ট্রাম্পকে নিয়ে তার গাড়িবহর ভেন্যু ত্যাগ করে।
৬টা ৪২ মিনিট: যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র একটি বিবৃতি দেন। তাতে নিশ্চিত করা হয় যে, র্যালিতে গুলির ঘটনা ঘটেছে। সাবেক প্রেসিডেন্ট নিরাপদ আছেন। এর কয়েক মিনিটের মধ্যে ট্রাম্পের প্রচারণা টিম একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, ট্রাম্প সুস্থ আছেন। স্থানীয় একটি মেডিকেলে তার পরীক্ষা করা হচ্ছে।
৭টা ২৪ মিনিট: বাটলার কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি জানান, একজন সন্দেহভাজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে হামলাকারীর আক্রমণে নিহত হয়েছেন একজন দর্শক।
৮টা ১৩ মিনিট: দেলাওয়ারের রিহোবোথ বিচে ক্যামেরার সামনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ওই বিচে সপ্তাহান্তের ছুটি কাটাচ্ছেন। দুই মিনিটের বক্তব্যে বাইডেন বলেন, ফোনে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। আশা করেন শনিবার রাতেই তিনি তার সঙ্গে কথা বলতে পারবেন। বাইডেন বলেন, দেখুন যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ মানসিকতা থেকে ঘটানো হয়েছে।
৮টা ৪২ মিনিট: নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। গুলির প্রায় আড়াই ঘন্টা পরে দেয়া পোস্টে তিনি আইন প্রয়োগকারীদের ধন্যবাদ জানান। যে দর্শক নিহত হয়েছেন তার জন্য শোক প্রকাশ করেন। নিশ্চিত করেন, তার কানে গুলি করা হযেছে। ট্রাম্প বলেন, এটা অবিশ্বাস্য যে, এমন ঘটনা আমাদের দেশে ঘটতে পারে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাকে হত্যা করা হয়েছে। আমাকে একটি বুলেট ছোড়া হয়েছে। তা আমার ডান কানের উপরিভাগ ভেদ করে গেছে। হঠাৎ করে র্যালিতে কিছু একটা এলোমেলো ঘটনা ঘটলো। অদ্ভুতরকম গুলির শব্দ শুনলাম। মনে হলো ত্বক ভেদ করে যাচ্ছে। অনেক রক্ত ঝরেছে। তখন বুঝতে পারলাম কিছু ঘটেছে। গড ব্লেস আমেরিকা।